Mohammadia Foundation
https://www.mohammadiafoundationbd.com/2022/10/Priyo-Nabi-Gazal.html
আমার নিশ্বাসে বিশ্বাসে গজল লিরিক্স || আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী || Amar Nissashe Bissaashe || আবু উবায়দা ||
আমার নিশ্বাসে বিশ্বাসে গজল লিরিক্স
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী
Amar Nissashe Bissaashe
আবু উবায়দা
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী গজল লিরিক্স
Amar Nissashe Bissaashe Priyo Nabi Gazal Lyrics
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী
আমি নবীর অপমান সইতে পারিনা,
আমার জীবন গেলেও আমি প্রতিবাদী
আমি রাসূল প্রেমে হলাম দিওয়ানা
ওরে কাফের বেদ্বীন বেঈমানারা শোন
নবীর জন্য মোরা ঝরাতে পারি খুন
ফিরে আয় সিপাহ সালার বিপ্লবী সেনা
হাতে শমশির নিয়ে বজ্র তাকবির দেনা…
নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ
চোখের মণি প্রিয় রসূল আমার,
কে আছে এই ধরায় তার মত আর।
মানবতার তিনি শ্রেষ্ঠ প্রতীক
ভালোবাসি তাকে প্রাণের অধিক।
সেই নামে কেউ দেয় যদি আঘাত
শত্রুতা তার সাথে কর কুপোকাত…
নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ
কোটি মুসলমানের প্রাণের ধ্বনি
রসূল সবার প্রিয় মায়ার খনি।
সিরাত পড়ে চোখে আসে যে জল
কত ব্যথা দিলো কাফেরের দল।
ওরে কাফের বেদ্বীন বেঈমানারা শোন
নবীর জন্য মোরা ঝরাতে পারি খুন
ফিরে আয় সিপাহ সালার বিপ্লবী সেনা
হাতে শমশির নিয়ে বজ্র তাকবির দেনা….
নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ
******************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন