ইসলামিক গান || মাওলা তুমি ডাকবে যেদিন || Mawla Tumi Dakbe Jedin





মাওলা তুমি ডাকবে যেদিন

Mawla Tumi Dakbe Jedin



মাওলা তুমি ডাকবে যেদিন (Mawla Tumi Dakbe Jedin) একটি জনপ্রিয় মরমী গান। গানটি গেয়েছেন গাজী আনাস রওশান। গানটি লিখেছেন জুবায়ের বখতিয়ার।


Title: Mawla Tumi Dakbe Jedin
Singer: Gazi Anas Rawshan
Lyric & Tune: Jobayer Bokhtiar
Co- Singer: Hasan Nakib, Kutubuddin Kayes, Abir Ahmed Roshan, Abdul Aziz, Abir Hossain Tarek, Arfin Said, Fahim Mahmud, Tawkir Ahmed Fardin & Heaven Tune Cultural Groop.


গানের লিরিক্স: মাওলা তুমি ডাকবে যেদিন

Song Lyrics: Mawla Tumi Dakbe Jedin



মাওলা তুমি ডাকবে যেদিন


মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই এ প্রাণে ।।

মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
এইতো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা লাহাবের মতন
এইতো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা লাহাবের মতন
বানাইওনা আবু জেহেল তোমারে না মানে ।।




মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
জন-প্রিয়জন প্রতিবেশী আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন সাক্ষাৎ ও কথন
জন-প্রিয়জন প্রতিবেশী আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন সাক্ষাৎ ও কথন
সবার সাথে দেখা যেন হয় সে কঠিন ক্ষণে।।

মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই এ প্রাণে ।।

মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে ।।



#শিরোনাম: মাওলা তুমি ডাকবে যেদিন
#শিল্পী: গাজী আনাস রওশন
#কথা-সুর : জুবায়ের বখতিয়ার
#সহ-শিল্পী: হাসান নকিব, কুতুবুদ্দিন কায়েস, আবির  আহমেদ রওশন, আবদুল আজিজ, আবির হোসাইন তারেক, আরফিন সাঈদ, ফাহিম মাহমুদ, তৌকির আহমেদ ফারদিন এবং হ্যাভেন টিউন কালচারাল গ্রুপ।
#Tags: #মরমিগজল #সুরেলাগজল #ইসলামিক #সঙ্গীত #ভাইরাল #টপভিউ #ঠান্ডাগান 




Thank you. If you like this article, please share it with others and stay tuned with us. May Allah help you....



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url