আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল ফাতেহা বাংলা অনুবাদ | সূরা আল ফাতেহা | Sura Al-Fatiha | سورة الفاتحة
সূরা আল ফাতেহা বাংলা অনুবাদ
সূরা আল ফাতেহা, মক্কায় অবতীর্ণ, আয়াত ৭, রুকু ১
রহমান রহীম আল্লাহ তায়ালার নামে-
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে- তিনি সৃষ্টিকুলের মালিক,
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ১
তিনি পরম দয়ালু, অতি মেহেরবান,
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ২
তিনি বিচার দিনের মালিক।
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ৩
(হে প্রভূ,) আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই।
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ৪
তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও-
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ৫
তাদের পথ- যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো,
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ৬
তাদের (পথ) নয়, যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে এবং (তাদের পথও নয়) যারা পথভ্রষ্ট হয়ে গেছে।
-সূরা আল ফাতেহা, আয়াতঃ ৭
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url