আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল বুরুজ’এর বাংলা অনুবাদ | সূরা আল বুরুজ | Surah Al Burooj | البروج‎


সূরা আল বুরুজ’এর বাংলা অনুবাদ

সূরা আল বুরুজ, মক্কায় অবতীর্ণ, আয়াত ২২, রুকু ১

সূরা আল বুরুজ



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. শপথ (বিশালকায়) গম্বুজবিশষ্টি আকাশের,

২. (শপথ) সে দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে,

৩. শপথ (প্রত্যক্ষদর্শী) সাক্ষীর, (শপথ সেই ভয়াবহ দৃশ্যের) এবং যা কিছু (তখন) পরিদৃষ্ট হয়েছে তার;

৪. (মোমেনদের জন্যে খাঁড়া) গর্তের মালিকদের ওপর অভিসম্পাত,

৫. আগুনের কুন্ডলী যা জ্বালানি দ্বারা পরিপুর্ণ ছিলো,

৬. (অভিসম্পাত) যখন তারা তার পাশে বসা ছিলো,

৭. এ লোকেরা মোমেনদের সাথে যা করছিলো এরা তা প্রত্যক্ষ করছিলো;

৮. তারা এ (ঈমানদার)দের কাছ থেকে এ ছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে, তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর ওপর ঈমান এনেছিলো,

৯. ক(ঈমান এনেছিলো এমন এক সত্তার ওপর,) যার জন্যে (নিবেদিত) আসমানসমূহ ও যমীনের যাবতীয় সার্বভৌমত্ব; আর আল্লাহ তা'আলা (তাদের) সব কয়টি কাজের ওপরই সাক্ষী;

১০. যারা মোমেন নর-নারীদের ওপর অত্যাচার করেছে অতঃপর তারা কখনো তাওবা করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের (কঠোর) আযাব এবং তাদের জন্যে আরো রয়েছে (আগুনে জ্বলে-পুড়ে যাওয়ার শাস্তি ;

১১. (অপরদিকে) নিশ্চয়ই যারা আল্লাহ তা'আলার ওপর ঈমান এনেছে এবং (ঈমানের দাবী অনুযায়ী) ভালো কাজ করেছে, তাদের জন্যে রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে; সেটাই (সেদিনের) সবচেয়ে বড় সাফল্য;

১২. নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত;

১৩. নিশ্চয়ই তিনি (যেমন করে) প্রথমবার সৃষ্টি করেছেন, (তেমনি করে) তিনি আবারও সৃষ্টি করবেন,

১৪. তিনি পরম ক্ষমাশীল, (তার সৃষ্টিকে) তিনি অত্যন্ত ভালোবাসেন,

১৫. তিনি সম্মানিত আরশের (একচ্ছত্র অধিপতি,

১৬. তিনি যা চান তাই করেন;

১৭. তোমার কাছে কি কতিপয় (বিদ্রোহী) সেনাদলের কথা পৌঁছেছে?

১৮. ফেরাউন ও সামূদ (বাহিনীর কথা) !

১৯. এরা কোনোদিনই (সত্য) বিশ্বাস করেনি, বরং (তারা) মিথ্যা সাব্যস্তকরণে লেগেই ছিলো,

২০. (অথচ) আল্লাহ তা'আলা এদের সবদিক থেকে ঘিরে রেখেছেন;

২১. কোরআন (উন্নত ও) মহামর্যাদাসম্পন্ন (একটি গ্রন্থ);

২২. এক (মহা) ফলকে (এটা) সংরক্ষিত আছে |



💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url