আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আত-তারিক’এর বাংলা অনুবাদ | সূরা আত-তারিক | Surah At-Tariq | سورة الطارق


সূরা আত-তারিক’এর বাংলা অনুবাদ

সূরা আত-তারিক, মক্কায় অবতীর্ণ আয়াত ১৭, রুকু ১

 সূরা আত-তারিক



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী (তারকা)-র, 

২. তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি?

৩. তা হচ্ছে (একটি) উজ্জ্বল তারকা,

৪.(যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত নেই;

৫. মানুষ যেন (ভালো করে) দেখে, তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে;

৬. বানানো হয়েছে সবেগে স্খলিত (এক ফোঁটা) পানি থেকে,

৭. যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড ও (নারীর) বুকের পাঁজরের) মাঝখান থেকে;

৮.(এভাবে যাকে তিনি বের করে এনেছেন,) তিনি অবশ্যই তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন;

৯. সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে,

১০.(যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে না তার কোনো সাহায্যকারীও;

১১. বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ,

১২. (সেই বৃষ্টিধারায় ফেটে যাওয়া যমীনের শপথ,

১৩. অবশ্যই এ (কোরআন) হচ্ছে (হক বাতিলের) পার্থক্যকারী (চূড়ান্ত) কথা,

১৪. তা অর্থহীন (কোনো কথাবার্তা) নয়;

১৫. এরা (আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে,

১৬. আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন করছি,

১৭. অতএব তুমি (আমার সে কৌশল দেখার জন্যে) কিছুদিন কাফেরদের অবকাশ দিয়ে রাখো ।


💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url