আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আত-তারিক’এর বাংলা অনুবাদ | সূরা আত-তারিক | Surah At-Tariq | سورة الطارق
সূরা আত-তারিক’এর বাংলা অনুবাদ
সূরা আত-তারিক, মক্কায় অবতীর্ণ আয়াত ১৭, রুকু ১
সূরা আত-তারিক
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী (তারকা)-র,
২. তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি?
৩. তা হচ্ছে (একটি) উজ্জ্বল তারকা,
৪.(যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত নেই;
৫. মানুষ যেন (ভালো করে) দেখে, তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে;
৬. বানানো হয়েছে সবেগে স্খলিত (এক ফোঁটা) পানি থেকে,
৭. যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড ও (নারীর) বুকের পাঁজরের) মাঝখান থেকে;
৮.(এভাবে যাকে তিনি বের করে এনেছেন,) তিনি অবশ্যই তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন;
৯. সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে,
১০.(যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে না তার কোনো সাহায্যকারীও;
১১. বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ,
১২. (সেই বৃষ্টিধারায় ফেটে যাওয়া যমীনের শপথ,
১৩. অবশ্যই এ (কোরআন) হচ্ছে (হক বাতিলের) পার্থক্যকারী (চূড়ান্ত) কথা,
১৪. তা অর্থহীন (কোনো কথাবার্তা) নয়;
১৫. এরা (আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে,
১৬. আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন করছি,
১৭. অতএব তুমি (আমার সে কৌশল দেখার জন্যে) কিছুদিন কাফেরদের অবকাশ দিয়ে রাখো ।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url