আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল-আ'লা’এর বাংলা অনুবাদ | সূরা আল-আ'লা | Surah Al-A'la | سورة الأعلى
সূরা আল-আ'লা’এর বাংলা অনুবাদ
সূরা আল আ'লা, মক্কায় অবতীর্ণ আয়াত ১৯, রুকু ১
সূরা আল-আ'লা
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. (হে নবী,) তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো
২. . যিনি (সৃষ্টিকুলকে) তৈরী করেছেন, অতঃপর (তাকে) সুবিন্যস্ত করেছেন,
৩. তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর তিনি (সবাইকে তাদের) পথ বাতলে দিয়েছেন,
৪. তিনি (ভূচরের জন্যে) তৃণাদি বের করে এনেছেন,
৫. অতঃপর তিনিই (তাকে এক সময়) খড়কুটায় পরিণত করেছেন;
৬. আমি (যে ওহী পাঠাবো) তা আমিই তোমাকে পড়িয়ে (তোমার অন্তরে গেঁথে) দেবো, অতঃপর তুমি আর (তা) ভুলবে না,
৭. অবশ্য আল্লাহ তা'আলা যদি চান (তা ভিন্ন কথা); তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) গোপন বিষয়ও;
৮. আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেবো,
৯. কাজেই তুমি (তাদের আল্লাহ তা'আলার কথা) স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানো তাদের জন্যে উপকারী হয়;
১০. যে ব্যক্তি (আল্লাহ তা'আলাকে) ভয় করবে সে (অবশ্যই এর থেকে) উপদেশ গ্রহণ করবে,
১১. আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, ১২. অচিরেই যে ব্যক্তি বিশালকায় আগুনে গিয়ে পড়বে,
১৩. অতঃপর সেখানে সে মরবে না, (বাঁচার মতো করে) সে বাঁচবেও না;
১৪. যে ব্যক্তি (হেদায়াতের আলোকে নিজের জীবন) পরিশুদ্ধ করে নিয়েছে, সে অবশ্যই সফলকাম হয়েছে,
১৫. এবং সে নিজের মালিকের নাম স্মরণ করলো অতঃপর নামায আদায় করলো;
১৬. কিন্তু তোমরা তো (হামেশাই) দুনিয়ার জীবনকে আখেরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকো,
১৭. অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী;
১৮. নিশ্চয়ই এ (কথা) আগের (নবীদের) কেতাবসমুহে (মজুদ) রয়েছে,
১৯. (উল্লেখ আছে তা) ইবরাহীম এবং মুসার কেতাবসমুহেও |
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url