আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল গাশিয়া’এর বাংলা অনুবাদ | সূরা আল গাশিয়া | Al-Ghashiya | سورة الغاشية


সূরা আল গাশিয়া’এর বাংলা অনুবাদ

সূরা আল গাশিয়া, মক্কায় অবতীর্ণ আয়াত ২৬, রুকু ১

সূরা আল গাশিয়া



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. তোমার কাছে কি (অপ্রতিরোধ্য ও চতুর্দিক) আচ্ছন্নকারী (বিপদের) কথা পৌঁছেছে ?

২. (সে বিপদে) কিছু লোকের চেহারা হবে নিম্নগামী,

৩. (হবে) ক্লান্ত ও পরিশ্রান্ত,

৪. তারা (সেদিন) ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে,

৫. ফুটন্ত পানির (কুয়া) থেকে এদের পানি পান করানো হবে;

৬. খাবার হিসেবে কাঁটাবিশষ্টি গাছ ছাড়া কিছুই তাদের জন্যে থাকবে না,

৭. এ (খাবার)-টি (যেমন) তাদের পুষ্ট করবে না, তেমনি (তা দ্বারা) তাদের ক্ষুধাও মিটবে না;

৮. (এর পাশাপাশি আবার) কিছু চেহারা থাকবে আনন্দোচ্ছ্বল,

৯. সে (সেদিন) তার চেষ্টা সাধনার জন্যে ভীষণ খুশী হবে,

১০. (সে থাকবে) আলীশান জান্নাতে,

১১. সেখানে সে কোনো বাজে কথা শোনবে না;

১২. তাতে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা।

১৩. তাতে থাকবে (সুসজ্জিত) উঁচু উঁচু আসন,

১৪ (সাজানো থাকবে) নানান ধরনের পানপাত্র,

১৫. (আরাম-আয়েশের জন্যে থাকবে) সারি সারি গালিচা ও রেশমের বালিশ,

১৬. (আরো থাকবে) উৎকৃষ্ট কার্পেটের বিছানা ;

১৭. এরা কি উটনীটির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে!

১৮. আকাশের দিকে (দেখে না), কিভাবে তাকে উঁচু করে রাখা হয়েছে!

১৯. পাহাড়গুলোর দিকে (দেখে না), কিভাবে (যমীনের বুকে) তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে!

২০. যমীনের দিকে (দেখে না), কিভাবে তাকে সমতল করে পেতে রাখা হয়েছে!

২১. তুমি তাদের (এ কথাগুলো) স্মরণ করাতে থাকো। তুমি তো শুধু একজন উপদেশদানকারী মাত্র;


২২. তুমি তো তাদের ওপর বল প্রয়োগকারী (দারোগা) নও,

২৩. সে ব্যক্তির কথা আলাদা যে (এ হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নেবে এবং (যে আল্লাহকে) অস্বীকার করবে,

২৪. আল্লাহ তা'আলা তাকে অবশ্যই বড়ো রকমের শাস্তি দেবেন;

২৫. অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে,

২৬. অতঃপর তাদের হিসাব নেয়া(-র দায়িত্ব থাকবে সম্পূর্ণ) আমার ওপর ।



💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url