আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল-ইনশিরাহ ’এর বাংলা অনুবাদ | সূরা আল-ইনশিরাহ | Surah Al Inshirah | سورة الشرح
সূরা আল-ইনশিরাহ ’এর বাংলা অনুবাদ
সূরা আল-ইনশিরাহ, মক্কায় অবতীর্ণ আয়াত ৮, রুকু ১
সূরা আল-ইনশিরাহ
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. (হে মোহাম্মদ,) আমি কি তোমার (জ্ঞান ধারণের) জন্যে তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি?
২. (হ্যাঁ, অতঃপর) আমিই তো তোমার (ওপর) থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি,
৩. (এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিলো,
৪. আমিই তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি;
৫. অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে;
৬. নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম;
৭. অতঃপর যখনি তুমি অবসর পাবে তখনি তুমি (এবাদাতের) পরিশ্রমে লেগে যাও,
৮. এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হও |
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url