আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আত তীন’এর বাংলা অনুবাদ | সূরা আত তীন | Surah At Tin | سورة التين
সূরা আত তীন’এর বাংলা অনুবাদ
সূরা আত তীন, মক্কায় অবতীর্ণ আয়াত ৮, রুকু ১
সূরা আত তীন
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. শপথ তীন' ও যয়তুনের
২. এবং শপথ সিনাই উপত্যকার,
৩. আরো) শপথ এ নিরাপদ (মক্কা) নগরীর,
৪. অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি,
৫. তারপর (তার অকৃতজ্ঞতার কারণেই) আমি তাকে সর্বনিম্নস্তরে নিক্ষেপ করবো,
৬. তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্যে রয়েছে এমন সব পুরস্কার, যা কোনোদিন শেষ হবে না;
৭. (বলতে পারো,) কোন জিনিস এরপরও তোমাকে শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপাদন করাচ্ছে?
৮. আল্লাহ তা'আলা কি সব বিচারকের (তুলনায়) শ্রেষ্ঠ বিচারক নন?
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url