আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা কোরায়শ’এর বাংলা অনুবাদ | সূরা কোরায়শ | Surah Quraysh | سورة قريش
সূরা কোরায়শ’এর বাংলা অনুবাদ
সূরা কোরায়শ, মক্কায় অবতীর্ণ আয়াত ৪, রুকু ১
সূরা কোরায়শ
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. (কা'বার পাহারাদার) কোরায়শ বংশের প্রতিরক্ষার জন্যে
২. তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্যে,
৩. তাদের এ ঘরের মালিকেরই এবাদাত করা উচিত,
৪. যিনি ক্ষুধায় তাদের খাবার সরবরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন ।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url