আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল মাউন’এর বাংলা অনুবাদ | সূরা আল মাউন | Surah Al Ma'un | سورة الماعون
সূরা আল মাউন’এর বাংলা অনুবাদ
সূরা আল মাউন, মক্কায় অবতীর্ণ আয়াত ৭, রুকু ১
সূরা আল মাউন
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. তুমি কি সে ব্যক্তির কথা (কখনো) ভেবে দেখেছো, যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে,
২. এ তো হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে গলাধাক্কা দেয়,
৩. মেসকীনদের খাবার দিতে কখনো সে (অন্যদের) উৎসাহ দেয় না ;
৪.(মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব (মোনাফেক) নামাযীর জন্যে,
৫. যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে,
৬. তারা কাজকর্মের বেলায় শুধু প্রদর্শনী করে,
৭. এবং ছোটোখাটো জিনিস পর্যন্ত (যারা অন্যদের) দিতে বারণ করে ।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url