আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল কাওসার’এর বাংলা অনুবাদ | সূরা আল কাওসার | Surah Al Kawthar | سورة الكوثر
সূরা আল কাওসার’এর বাংলা অনুবাদ
সূরা আল কাওসার, মক্কায় অবতীর্ণ আয়াত ৩, রুকু ১
সূরা আল কাওসার
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. (হে নবী,)আমি অবশ্যই তোমাকে (নেয়ামতে পরিপূর্ণ) কাওসার দান করেছি;
২. অতএব তোমার মালিককে স্মরণ করার জন্যে তুমি নামায পড়ো এবং (তাঁরই উদ্দেশ্যে) তুমি কোরবানী করো;
৩. অবশ্যই (যে) তোমার নিন্দুক সেই হবে শেকড় কাটা (অসহায় )।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url