আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল কাফেরূন’এর বাংলা অনুবাদ | সূরা আল কাফেরূন | Surah Al Kafirun | سورة الكافرون
সূরা আল কাফেরূন’এর বাংলা অনুবাদ
সূরা আল কাফেরূন, মক্কায় অবতীর্ণ আয়াত ৬, রুকু ১
সূরা আল কাফেরূন
রহমান রহীম আল্লাহ তাআলার নামে
১. (হে নবী) তুমি বলে দাও, হে কাফেররা,
২. আমি (তাদের) এবাদাত করি না যাদের এবাদাত তোমরা করো,
৩. না তোমরা (তাঁর) এবাদাত করো যার এবাদাত আমি করি,
৪. এবং আমি (কখনোই তাদের) এবাদাত করবো না যাদের তোমরা এবাদাত করো,
৫. না তোমরা কখনো (তাঁর) এবাদাত করবে যাঁর এবাদাত আমি করি;
৬. (অতএব) তোমাদের পথ তোমাদের জন্যে আর আমার পথ আমার জন্যে।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url