জিহাদ মানে সংগ্রাম || মুহিব খান || Zihad Maney Songram || Muhib Khan With Lyricks ||





আজ পৃথিবীর দিকে দিকে শুনি জিহাদের ডাক

Aj prithibir dike dike shuni zihader dak

Muhib Khan


গানের শিরোনামঃ জিহাদ মানে সংগ্রাম
ক্যাটাগরিঃ ইসলামী গান
কথাঃ মুহিব খান
সুরঃ মুহিব খান
কণ্ঠঃ মুহিব খান

Song Title: Zihad Maney Songram
Category: Islamic Song
Lyrics: Muhib Khan
Tune: Muhib Khan
Vocal Artist: Muhib Khan


জিহাদ মানে সংগ্রাম, গানের কথা (Song Lyrics)


আজ পৃথিবীর দিকে দিকে শুনে জিহাদের ডাক
কেউ জাগে নওজোশ লয়ে,কেউ ভয়ে নির্বাক।
কেউ বলে তাকে মুক্তির পথ,কেউ বলে সন্ত্রাস।
কেউ ভাবে তাকে কল্যাণকর, কেউ বা সর্বনাশ !
পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশান,
প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান।
জিহাদের হয় অপব্যবহার জানি না সে দোষ কার?
আসলে জিহাদ কোরআনে লিখা ফরমান আল্লাহর
জিহাদ শক্তি, জিহাদ মুক্তি, জিহাদ মিথ্যে নয়,
শোষিত পীড়িত মাজলুমানের জিহাদেই আশ্রয়...।
জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।
জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)
জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)
বদর,ওহুদ,খন্দক হলো সুন্নত নবীজীর
হামজা,উমর,আলী হায়দার জিহাদের মহাবীর।
জিহাদের ডাকে ধুলায় লুটালো কত উদ্ধত শির
কত মাজলুম শোধ নিল তার তামাম জিন্দেগীর।
ইসলামে তাই জিহাদের সর্বোচ্চ অবস্থান
কভু কিছুতেই জিহাদ ছাড়তে পারে না মুসলমান।
জিহাদ যুদ্ধ,জিহাদ সাধনা,জিহাদ আন্দোলন
চলছে জিহাদ,চলবে জিহাদ যেখানেই প্রয়োজন
কেয়ামত পর্যন্ত জিহাদ রয়ে যাবে অক্ষয়
সন্ত্রাস আর জিহাদের মাঝে ছড়িওনা সংশয়...।
জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।
জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)
জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)
জঙ্গ যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হলো জঙ্গী
অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি
সন্ত্রাসীদের যোদ্ধা বলে বাড়িও না তার মূল্য
সন্ত্রাসী হতে পারেনা তো কোন যোদ্ধার সমতুল্য
ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে
ওরা যুদ্ধ যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে
মিডিয়ায় করে মুসলমানের জিহাদের বদনাম
গোপনে গোপনে ঠিক ঠিক ওরা করছে ওদের কাম
এ ষড়যন্ত্র হয়ো না ভ্রান্ত, এ তাদের অভিনয়
ওরা সন্ত্রাসী তাইতো ওদের জিহাদের এতো ভয়...।
জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।
জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)
জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)
মিছে অজুহাতে ইরাক ধ্বংস করেছে যে আমেরিকা
অগণন বুকে তারাও জ্বেলেছে ক্রোধের অগ্নিশিখা
এক লাদেনের উসিলায় যারা কেড়ে নিলো আফগান,
তারাই বিশ্ব সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড শয়তান
ফিলিস্তিনের ভূখণ্ড ইজরাইল করেছে গ্রাস
স্বাধীনতাকামী কাশ্মীরে চলে দিল্লীর সন্ত্রাস
বাঁচার জন্য যারাই করছে মুক্তির সংগ্রাম
সন্ত্রাসীরাই দিচ্ছে তাদের সন্ত্রাসী বদনাম
ইতিহাস বলে আঘাতেই প্রতিঘাতের জন্ম হয়
কেন এক হবে সন্ত্রাস আর জিহাদের পরিচয়.....?
জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।
জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)
জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।
সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)

এলবামঃ আবার যুদ্ধ হবে
-----------------------------------------------------------


মুহিব খানের সংক্ষিপ্ত জীবনীঃ মুহিব খান একজন  বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, কবি এবং লেখক যিনি এখন পর্যন্ত বাংলাদেশী সঙ্গীতপ্রেমীদের নজর কেড়েছেন। তিনি বাংলাদেশের একটি ইসলামী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান হলি মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। কিছু সূত্র মতে, তিনি বাংলাদেশের এক নম্বর ইসলামিক গায়ক। 
জন্মঃ ১৯৭৯ সালের ১৪ অক্টোবর কিশোরগঞ্জে
বর্তমান অবস্থানঃ ঢাকা
পেশাঃ শিল্পী, গীতিকার ও কবি

মুহিব খানের শিক্ষা জীবনঃ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। এর আগে কওমী ও আলিয়া মাদ্রাসায় শিক্ষা জীবন শেষ করেছেন।

মুহিব খানের শিল্পী জীবনের শুরুঃ ২০০১ সাল থেকে তিনি ইসলামী গানের জগতে আসেন।বর্তমানে ইন্টারনেটে ইসলামী বাংলা গানের সবচেয়ে বেশি দর্শক ও শ্রোতা মুহিব খানের। ইসলামী বাংলা গানের সার্চের দিক দিয়েও তিনি সবার উপরে। “ইঞ্চি ইঞ্চি মাটি” মুক্তির পর তিনি সারা দেশে খ্যাতি পান, পরে তিনি অনেক গান প্রকাশ করেন এবং সবগুলোই সফল হয়, শ্রোতারা তাকে “জাগ্রত কবি” বলে ডাকেন।

মুহিব খানের প্রকাশিত এলবামঃ আবার যুদ্ধ হবে, দাস্তান-ই- মুহাম্মাদ, ইশতেহার আসছে, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতান, সীমান্ত খুলে দাও, মরু সাহারা

মুহিব খানের উপাধীঃ জাগ্রত কবি, মুসলিম জাতির জাতীয় কবি।


 
************************ 
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে OUR ACTION PLAN এ ক্লিক করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url