আল কুরআনে অল্পসংখ্যক বনাম অধিকাংশ


“হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন”

 

একবার হযরত উমর রা. বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো তিনি বাজারে যখন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো' করছে-

'হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন

হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন- 'তুমি এই দো' কোথা থেকে শিখেছো?'

উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর কুরআন থেকে। আল্লাহ কুরআনে বলেছেন,

'এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যক কৃতজ্ঞ।'(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকে উপদেশ দিতে লাগলেন- 'হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি।' সাথে তিনিও দো' করতে লাগলেন-

'হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও'

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?'

এখন যদি আমরা ক্বোরআনে 'অধিকাংশ ব্যক্তি' বাঅধিকাংশলিখে অনুসন্ধান করি তখন পাবো-

অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ( :১৮৭)

অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (:২৪৩)

অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না। (১১:১৭)

তোমাদের অধিকাংশ অবাধ্য। (:৫৯)

তাদের অধিকাংশ মূর্খ। (:১১১)

তাদের অধিকাংশ সত্য জানে না। (২১:২৪)

তাদের অধিকাংশ বুঝে না। (৪৯:)

অতঃপর তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না। (৪১:)

তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যক কৃতজ্ঞ। (৩৪:১৩)

অল্পসংখ্যক তাঁর সাথে ঈমান এনেছিলো। (১১:৪০)

একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। (৫৬:১৩-১৪)

তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই।

.

আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক লোকদের অন্তুভুক্ত করুন আমীন।

অল্পসংখ্যক

অধিকাংশ


****************************************

>>> Welcome, You are now on Mohammadia Foundation's Website. Please stay & Tune with us>>>

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url