ইস্তিঞ্জা বা পেশাব-পায়খানার সুন্নাত তরিকা



ইস্তিঞ্জা (পেশাব-পায়খানা) এর সুন্নাতসমূহ

 

পেশাব-পায়খানার সুন্নাতসমূহ

১।      পেশাব-পায়খানার মাথা ঢেকে রাখা সুন্নত। (ইলাউস সুনান-১/৩২৩)

২।  জুতা সেন্ডেল পড়ে পেশাব-পাখানায় প্রবেশ করা সুন্নাত। (ইলাউস সুনান-১/৩২৩)

৩।     বাথরুমে প্রবেশের পূর্বে এই দোয়া পড়া সুন্নাত। (বুখারী শরীফ, হাদীস নং- ১৩৯, মুসলিম শরীফ, হাদীস নং-৫৬৩, ইবনে মাজাহ শরীফ, হাদীস নং-২৯৩)


بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

অর্থ: ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই (বুখারি, মুসলিম ও ইবনে মাজাহ)।


৪।      দোয়া পড়ার পর প্রথমে বাম পা দ্বারা প্রবেশ করা সুন্নাত। (মিশকাত শরীফ-১/৪২, আবু দাউদ শরীফ-১/৫)

৫।     যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। (মিশকাত শরীফ-১/৪২)

৬।     বসে বসে পেশাব পায়খানা করা সুন্নাত, দাঁড়িয়ে পেশাব-পায়খানা করা নিষেধ করা হয়েছে। (তিরমিযী শরীফ, হাদীস নং-১২, ইবনে মাজাহ শরীফ, হাদীস নং-৩০৪)

৭।      পেশাবের ছিটা ও পায়খানা থেকে খুব সর্তকতার সাথে বেঁচে থাকা। কেননা, অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটা থেকে উত্তমরূপে পবিত্র না থাকার কারণে হয়ে থাকে। (বুখারী শরীফ-১/৩৪, মুসলিম শরীফ, হাদীস নং-৪৩৯)

৮।     ডান হাতে লজ্জাস্থান স্পর্শ না করা সুন্নাত। (বুখারী শরীফ-১/২৭)

৯।     বাথরুমের বাইরে কখনও পেশাব করতে হলে পেশাবের জন্য নরম বা এমন স্থান বেছে নেওয়া যেখান থেকে পেশাবের ছিটা না লাগে। (মিশকাত শরীফ-১/৪২, আলমগীরী-১/৫০)

১০।    পানি খরচ করার আগে ঢিলা বা কুলুফ ব্যবহার করা সুন্নাত। (বাইহাকী-১/১০৬)

১১।    ঢিলা বা কুলুফ ব্যবহার ও পানি খরচের সময় বাম হাত ব্যবহার করা সুন্নাত। (আবু দাউদ শরীফ-১/৫)

১২।   পেশাব-পায়খানা হতে ডান পা দিয়ে বাইরে বের হওয়া সুন্নাত। (মারাকিউল ফালাহ-৪৩)

১৩।   পেশাব-পায়খানা থেকে বের হওয়ার পর এই দোয়া পড়া সুন্নাত। (তিরমিযী শরীফ-১/৯, ইবনে মাজাহ শরীফ, হাদীস নং-২৯৭)


غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

উচ্চারণ: ‘গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।

অর্থ: ‘(হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য; যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।

 

১৫।   কখনও খোলা মাঠে পায়খানা বা পেশাব করতে হলে কোন কিছুর আড়ালে বা এতদূর বা এমন নিচু ভূমিতে যাওয়া যাতে কারো দৃষ্টি না পড়ে। (আবু দাউদ শরীফ-১/৯)

 

১০ জায়গায় পেশাব পায়খানা করা নিষেধ

১।      মানুষের চলাচলের রাস্তায়। (আবু দাউদ শরীফ-১/৫)

২।     ছায়াদার ও ফলদার গাছের নিচে। (আবু দাউদ শরীফ-১/৫)

৩।     অজু-গোসলের স্থানে। (আবু দাউদ শরীফ-১/৫, মিশকাত শরীফ-১/৪২)

৪।      গর্তের ভিতরে। (আবু দাউদ শরীফ-১/৫)

৫।     গোরস্থানে। (তালীমুল ইসলাম-৩/৪২)

৬।     দাঁড়িয়ে বা হেটে হেটে। (তিরমিযী শরীফ-১/৯)

৭।      বিনা প্রয়োজনে পানিতে। (তালিমুল ইসলাম-৩/১২)

৮।     ঘরে বা বিছানায়।

৯।     মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে। (তালিমুল ইসলাম-১/৪২)

১০।    মানুষের সামনে। (তালীমুল ইসলাম-১/৪২)

 

৬টি জিনিস নিয়ে পেশাব পায়খানায় যাওয়া নিষেধ

১।      আল্লাহর নাম। (মেশকাত-১৪২)

২।     নবীজীর নাম । (মেশকাত-১/৪২)

৩।     ফেরেস্তাদের নাম।

৪।      কুরআনের আয়াত। (আবু দাউদ শরীফ-১/৬, নাসায়ী শরীফ-২/২৪৬)

৫।     হাদীসের টুকরো কাগজ।

৬।     দোয়া কালাম লেখা কাগজ।

 

পেশাব পায়খানার সময় ৮টি কাজ করা নিষেধ

১।      কথা বলা। (আবু দাউদ শরীফ-১/৩)

২।     জবানে জিকির করা । (আবু দাউদ শরীফ-১/৪)

৩।     কুরআন শরীফ তেলাওয়াত করা

৪।      সালাম দেওয়া। (আবু দাউদ শরীফ-১/৩)

৫।     সালামের উত্তর দেওয়া।

৬।     খাওয়া বা পান করা।

৭।      মেসওয়াক করা।

৮।     লেখা বা কোনকিছু পড়া।

 

১০টি জিনিস দ্বারা কুলুখ করা নিষেধ

১।      হাড্ডি দ্বারা (আবু দাউদ শরীফ-১/৬)।

২।     কয়লা দ্বারা।

৩।     কাগজ দ্বারা।

৪।      কাঁচ দ্বারা।

৫।     গাছের কাঁচা পাতা দ্বারা।

৬।     খাদ্য দ্রব্য দ্বারা।

৭।      গোবর দ্বারা (আবু দাউদ শরীফ-১/৬)।

৮।     জমজমের পানি দ্বারা।

৯।     ডান হাত দ্বারা।

১০।    ব্যবহৃত ঢিলা বা কুলুফ দ্বিতীয়বার ব্যবহার করা।



No matter what language you are a reader of, you can choose your language from over a hundred languages at the bottom right of our web site. May Allah help us.



★★সমাপ্ত★★


সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url