ঢাকা শহর নিয়ে একটি চমৎকার ইসলামিক গান || আজব ঢাকা || Ajob Dhaka || ঢাকা শহর আজব শহর || Muhammad Badruzzaman ||





আজব ঢাকা

Ajob Dhaka 

মুহাম্মদ বদরুজ্জামান


Song Lyrics: Ajob Dhaka

গানের লিরিক্সঃ আজব ঢাকা 


ঢাকা শহর আজব শহর

ঢাকা শহর,
ঢাকা শহর আজব শহর!
কী বলিব ভাই?
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই

ঢাকা শহর... আজব শহর!
কী বলিব ভাই?
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই

যানবাহনে কালো ধূয়া, ইট, বালু, আর সিমেন্ট রাখা..
যানবাহনে কালো ধূয়া, ইট, বালু, আর সিমেন্ট রাখা..

চিরসবুজ গাছপালা, আর মাটি কোথায় পাই....

সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই

শব্দ দূষণ, বায়ু দূষণ, দূষণ পরিবেশ
নিত্য সরক দূর্ঘটনায় জীবন হচ্ছে শেষ
জ্যামের কথা বলতে গেলে আগুন ধরে গা

২ কিলঃ পথ চলতে সময় ২ ঘন্টা লেগে যায়
নাই এখানে প্রেম মমতা, গরীব ধনীর সমজতা
নাই এখানে প্রেম মমতা, গরীব ধনীর সমজতা
স্বার্থ নিয়ে কারা কারি সবাই সর্বদায়.....

সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই

সাহেব সেজে ঘুরে বেরায়
জনাব পকেট মার....
সুযোগ পেলে জলদি করে ছুটকে ব্যবহার...

সাহেব সেজে ঘুরে বেরায়
জনাব পকেট মার....
সুযোগ পেলে জলদি করে ছুটকে ব্যবহার...

ছল চাতুরী, প্রতারণা চলছে সারাক্ষণ
ধুকা বাজের ধুকায় পরে
ভেসে উঠে মন.....

খুনি সন্ত্রাসীদের হাতে জিম্মি মানুষ দিনে-রাতে
অশান্তির আগুনে পুরে জ্বলে উঠে ছার....

সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই

কারো আছে দালান বাড়ি, ইয়ার কন্ডিশন
কোটি টাকার গাড়ি নিয়ে
বের যখন তখন

পথের পাশে অনাহারে কাঁদে কতজন
কাছে এসে কেউ দেখেনা কেন কী কারন
হায়, কুকুর মানুষ ও তা খাচ্ছে আজ মানবতা...

আসুন সবাই মিলে মিশে দৃশ্যটা বদলাই.....

সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই
সব খানেতে খুলা আছে, ঢাকা ত আর নাই




*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url