Mohammadia Foundation
https://www.mohammadiafoundationbd.com/2022/10/Alhamdulillah-Gazal-Lyrics.html
আলহামদুলিল্লাহ গজল লিরিক্স || Alhamdulillah || আলহামদুলিল্লাহ || ওবায়দুল্লাহ তারেক ||
আলহামদুলিল্লাহ গজল লিরিক্স
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
ওবায়দুল্লাহ তারেক
গান: আলহামদুলিল্লাহ
কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক
পরিবেশনা: ক্লাসিক ওয়ার্ল্ড সংগীত একাডেমির শিল্পীরা
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গজল লিরিক্স
Alhamdulillah Gazal Lyrics
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
ও আরশের মালিক
ও জমিনের মালিক
ও জীবনের মালিক
ও রিজিকের মালিক
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তুমি রহম করেছো বলে আমরা বাচি
তোমার করুনাতেই প্রভু সুস্থ আছি
তুমি গাফুরু গাফফার
তুমি জলিলও জাব্বার
তুমি রহিম রহমান ওগো আল্লাহ।
আমরা সবাই মুসলমান হয়ে
কবরে যেতে চাই
তোমার রহমবীনে রোজ হাশরে
নাজাতের উপায় নাই।
তোমার দ্বীনের পথে আমায় কবুল করো
তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো
তুমি কারিম ক্বদির
তুমি জামিউ জহির
তুমি আলিউল আজিম ওগো আল্লাহ।
*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন