মাসলা মাসায়েল-০৬ || চুল পড়া রোধে আমল || সাবালিকা মেয়ের চুল কেটে ফেলার বিধান ||





চুল পড়া রোধে করণীয় কি? সাবালিকা মেয়ের চুল কেটে ফেলা কি জায়েজ?

প্রশ্নঃ
০৬.    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো, আমি একজন মেয়ে। আমার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে এখন আমি সব চুল কাটি ফেলতে চাচ্ছি। আমি জানতে চাই যে আমি চুল কাটলে একদম ডাবা হয়ে গেলে কি গুনাহ হবে? আল্লাহর শরীয়তে চুল কাটা কি জায়েজ? নাকি নাজায়েজ? আমার বয়স ১৮ বছর। আর আমাকে চুল পড়া বন্ধ করার কোনো দোয়া আছে নাকি জানাবেন।



উত্তরঃ
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

নারীর মাথা টাক করা জায়েজ নাই


সম্মানিত প্রশ্নকারী!
নারীর সৌন্দর্য চুলে। তাই তার সৃষ্টিগত সৌন্দর্য ধরে রাখার উদ্দেশ্যে নারীদের চুল লম্বা রাখা কর্তব্য। এবং শরীয়ত অনুমোদিত কোনো কারণ কিংবা চুলের স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে নারীদের চুল কাটা উচিত নয়। 
আপনি যেই সমস্যার কথা ‍উল্লেখ করেছেন এটা বাংলাদেশী নারীদের এখনকার সাধারণ সামস্যা। অনেক নারীই তাদের চুল পড়ে যাওয়ার কথা বলছেন। এর জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কিন্তু মাথা টাক করা জায়েজ নাই।

চুল পড়া রোধে আমল

চুল পড়া রোধে এই আমলটি করে দেখতে পারেন।

وَ اِذَا مَرِضۡتُ فَہُوَ یَشۡفِیۡنِ ﴿۪ۙ۸۰﴾
ওয়া ইযা-মারিদতুফাহুওয়া ইয়াশফীন।

এবং অসুস্থ হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন।
And when I am ill, it is He who cures me.

এই আয়াতটি পড়ে অলিভ অয়েলে ফু দিয়ে তারপর চুলে ব্যবহার করুন। হয়তো আল্লাহ রোগমুক্তি দিতে পারেন।


দলীল সমূহঃ

لا يجوز حلق الرأس للمرأة، بل يجب أن تبقي الرأس؛ لأنه جمال لها، وزينة لها، وفرق بينها وبين الرجال، فليس لها حلقه حتى في الحج، إنما هي تقصر في الحج، وفي العمرة كذلك، لقول النبي ﷺ: ليس على النساء حلق، وإنما يقصرن.

فالرأس لهن جمال، فليس لهن حلقه، إلا إذا كان علة مرض، رأى الأطباء أن يزال، للمرض هذا شيء آخر للعلة، وإلا فليس لهن حلقه تساهلًا، أو تقليدًا للكفرة، أو لغيرهم، لا، بل الواجب تربيته، والعناية به، لما فيه من الجمال، لكن إذا خففت منه -قصرت منه- فلا بأس لطوله، أو لكثافته، نعم.
المقدم: جزاكم الله خيرًا، وأحسن إليكم.

والله اعلم بالصواب



উত্তর প্রদানে: মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।



****************************************
>>> Welcome, You are now on Mohammadia Foundation's Website. Please stay & Tune with us>>>

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url