শিক্ষনীয় গল্প | বাল্খ শহরে মাতালের উপদ্রব


বাল্খ শহরে মাতালের উপদ্রব

উত্তর আফগানিস্তানের বাল্‌খ প্রদেশে, বাল্‌খ নদীর তীরে গড়ে উঠা একটি শহরের নাম বাল্খ শহর বা বলখ শহর। তো, বলখ শহরে মাতালের উপদ্রব খুব বেড়ে গেছে। মাতালের উপদ্রবে শহরের নাগরিকগণের মনে কোন শান্তি নেই। কিন্তু শায়েস্তা করা যাচ্ছে না কোন মাতালকেই। যাকেই ধরে আনা হয়, সেই অস্বীকার করে বলে- আমি মাতাল নই। 

বাল্খের আমীর চিন্তা-ফিকির করে, শহরের বড় মুফতি সাহেবের দ্বারস্থ হলেন। এ-ব্যাপারে একটা ফতোয়া নিতেঃ
-হুযুর! একটা সমাধান দিয়ে দিলেন!

হুজুর বললেন, এবার থেকে মাতাল ধরে আনলে, সে যদি অস্বীকার করে, তাহলে তাকে একটা ‘সূরা’ পাঠ করতে বলবেন। পুরো সূরা ঠিকঠিক পড়তে পারলে, বুঝে নিতে হবে, সে মাতাল নয়। 
.
সে রাতে একজন মাতাল ধরে আনা হলো। যথরীতি সে অস্বীকার করলো। অথচ তার মুখ দিয়ে ভকভক করে চোলাইয়ের ‘বদবু’ বেরোচ্ছে।

-আচ্ছা, মাতাল না হলে, সূরা কাফিরূন পড়ে শোনাও!
মাতাল নিজে নিজে আওড়ে দেখলো, সূরাটা তার এই মুহূর্তে ঠিকমতো আসছে না। সে বুদ্ধি খাটিয়ে বললোঃ

-হুযুর! আমি মাতাল নই। কিন্তু অনেক সময় নিজে মাতাল হলে, অন্যকেও মাতাল মনে করে। আমি কিন্তু কাউকে মাতাল মনে করছি না। আপনিই শুধু শুধু আমাকে মাতাল মনে করছেন। আগে আপনিই একটা সূরা পড়ে শোনান। তারপর না হয় আমি পড়বো। সূরা ফাতিহাটা পড়ে শুনান!
.
আমীর মাতালের কথায় রেগে গেলেও কিছু না বলে শুরু করলোঃ আলহামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন......! প্রথম আয়াত শেষ হওয়ার আগেই মাতাল বলে উঠলোঃ

-শুরু না করতেই আপনি দু’টো ভুল করে বসেছেন। 

আমীর অবাক হয়ে জানতে চাইলঃ -ভুল? কোথায় কোনটা?

মাতাল বললঃ প্রথমত আপনি ‘আউযুবিল্লাহ’ পড়েননি। কুরআন তিলাওয়াতের শুরুতে ‘আউযুবিল্লাহ’ পড়তে হয়। দ্বিতীয়তঃ আপনি সূরা ফাতিহার প্রথম আয়াত বাদ দিয়ে দিয়েছেন।  

আমীর আরও অবাক হয়ে জানতে চাইলঃ প্রথম আয়াত বাদ দিয়েছি?

মাতাল বললঃ জ্বি আমীর হযরত। বিসমিল্লাহ পড়েননি। অধিকাংশ ফকীহ ও ক্বারীর মতে, সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহ!
.
আমীর একটা মাতালের কাছে ধরা খেয়ে গেলেন। কিছু করতে না পেরে পুলিশের দিকে লাঠিহাতে তেড়ে গিয়ে বললেনঃ

-ব্যাটা অকর্মার ধাড়ি কোথাকার! বলেছি মাতাল ধরে আনতে, উনি কি না একজন কারী-মুফতিকে ধরে নিয়ে এসেছেন!

💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url