আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল ইনফিতার’এর বাংলা অনুবাদ | সূরা আল ইনফিতার | Surah Al Infitar | الانفطار


সূরা আল ইনফিতার’এর বাংলা অনুবাদ

সূরা আল এনফেতার মক্কায় অবতীর্ণ আয়াত ১৯, রুকু ১

সূরা আল ইনফিতার



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. যখন আসমান ফেটে পড়বে,

২. যখন তারাগুলো সব ঝরে পড়বে,

৩. যখন সাগরকে উত্তাল করে তোলা হবে,

৪. যখন কবরগুলোকে উপড়ে ফেলা হবে,

৫. (তখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে এসেছিলো: (যার পাপ পূণ্য কেয়ামত পর্যন্ত তার হিসেবে এসে জমা হয়েছে)

৬. হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো?

৭. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসমঞ্জস্য করেছেন,

৮. তিনি যেভাবে চেয়েছেন সে আংগিকেই তোমাকে গঠন করেছেন;

৯. না (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো!

১০ (অথচ) তোমাদের ওপর অবশ্যই পাহারাদাররা নিযুক্ত আছে, 

১১. এরা (হচ্ছে) সম্মানিত লেখক,

১২. যারা জানে তোমরা যা কিছু করছো।

১৩. নিঃসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) অসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে,

১৪. আর অবশ্যই পাপী-তাপীরা থাকবে জাহান্নামে,

১৫. শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) সেখানে পৌঁছে যাবে।

১৬. সেখান থেকে তারা আর কোনোদিনই নিষ্কৃতি পাবে না;

১৭. তুমি (যদি) জানতে শেষ বিচারের দিনটি কি?

১৮. হ্যাঁ, (সত্যিই) যদি তোমরা সে দিনটির কথা জানতে;

১৯. যেদিন কোনো মানুষই একজন আরেক জনের কাজে আসবে না; আর সেদিন ফয়সালার সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ তা'আলার হাতে ।


💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url