আল কুরআনের বাংলা অনুবাদ | সুরা আত তাকওভীর’এর বাংলা অনুবাদ | সুরা আত তাকওভীর | At Takwir | التكوير


সূরা আত তাকওভীর’এর বাংলা অনুবাদ

সূরা আত তাকওয়ীর, মক্কায় অবতীর্ণ আয়াত ২৯, রুকু ১

সূরা আত তাকওভীর



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে,

২. যখন তারাগুলো সব খসে পড়বে,

৩. যখন পর্বতমালাকে (আপন স্থান থেকে) সরিয়ে দেয়া হবে,

৪. যখন দশ মাসের গর্ভবতী উটনীকে (নিজের অবস্থার ওপর) ছেড়ে দেয়া হবে,

৫. যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে,

৬. যখন সাগরসমুহকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা হবে,

৭. যখন (কবর থেকে উত্থিত) প্রাণসমুহকে (তাদের নিজ নিজ) দেহের সাথে জুড়ে দেয়া হবে,
https://youtu.be/zRQLVc6hl18

৮. যখন সদ্যপ্রসুত মেয়েটি জিজ্ঞাসিত হবে

৯. কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো,

১০. যখন আমলের নথিপত্র খোলা হবে,

১১. যখন আসমান খুলে দেয়া হবে,

১২. যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে,

১৩. যখন জান্নাতকে (মানুষের) কাছে নিয়ে আসা হবে,

১৪. প্রত্যেক ব্যক্তিই (তখন) জানতে পারবে সে কি নিয়ে (আল্লাহ তা'আলার কাছে) হাযির হয়েছে;

১৫. শপথ সেসব তারকাপুঞ্জের যা (চলতে চলতে) গা ঢাকা দেয়,

১৬. (আবার) যা (মাঝে মাঝে) অদৃশ্য হয়ে যায়,

১৭. শপথ রাতের যখন তা নিশেষ হয়ে যায়,

১৮. (শপথ) সকাল বেলার যখন তা (দিনের আলোয়) নিশ্বাস নেয়,

১৯. এ কোরআন হচ্ছে একজন সম্মানিত (ও মর্যাদাসম্পন্ন) বাহকের মাধ্যমে পৌঁছানো) বাণী,

২০ সে বড়ো শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তা'আলার কাছে তার অবস্থান (অনেক মর্যাদাপূর্ণ),

২১. যেখানে তাকে মান্য করা হয়, (অতঃপর) সে সেখানে গভীর আস্থাভাজনও

২২. তোমাদের সাথী (কিন্তু) পাগল নয়, ২৩. সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে,

২৪. অদৃশ্য জগতের ব্যাপারে তিনি কখনো কার্পণ্য করেন না,

২৫. এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়,

২৬. . অতএব তোমরা (কোরআন থেকে মুখ ফিরিয়ে) কোন দিকে যাচ্ছো?

২৭. এটা সৃষ্টিকুলের জন্যে এক উপদেশ বৈ কিছুই নয়,

২৮. যে সঠিক পথ ধরে চলতে চায় (এটি শুধু) তার জন্যেই (উপদেশ);

২৯. (আসলে) তোমরা তো কিছুই চাইতে পারো না, হ্যাঁ চাইতে পারেন একমাত্র আল্লাহ তা'আলা, যিনি সৃষ্টিকুলের মালিক ।


💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url