আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল মোরসালাত’এর বাংলা অনুবাদ | সূরা আল মোরসালাত | Surah Al Mursalat | المرسلت


সূরা আল মোরসালাত’এর বাংলা অনুবাদ

সূরা আল মোরসালাত মক্কায় অবতীর্ণ আয়াত ৫০, রুকু ২

সূরা আল মোরসালাত



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো (কল্যাণবাহী) বাতাসের শপথ,

২. প্রলয়ংকরী ঝঞ্ঝা বাতাসের শপথ,

৩. মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ,

৪. (আবার এ মেঘমালাকে) যে (বাতাস) টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ,

৫. (মানুষের অন্তরে) ওহী নিয়ে আসে যে (ফেরেশতা) তার শপথ,

৬. (বিশ্বাসীরা এরপর) যেন কোনো ওযর আপত্তি (পেশ) করতে না পারে কিংবা (অবিশ্বাসীরা) যেন এতে সতর্ক হতে পারে,

৭. নিঃসন্দেহে তোমাদের (পরকাল দিবসের) যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবেই;

৮. যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে দেয়া হবে,

৯. যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে,

১০. যখন পাহাড়গুলোকে (ধুলার মতো) উড়িয়ে দেয়া হবে,

১১. যখন নবী রসূলদের সকলকে নির্ধারিত সময়ে (এক জায়গায় ) জড়ো করা হবে;

১২. কোন (বিশেষ) দিনটির জন্যে (এ কাজটি) স্থগিত করে রাখা হয়েছে?

১৩. (হ্যাঁ) চূড়ান্ত ফয়সালার দিনটির জন্যে,

১৪. তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন হবে?

১৫. যারা (একে) মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের ধ্বংস (অবধারিত)।

১৬.আমি কি আগের (অবিশ্বাসী যালেম) লোকদের ধ্বংস করিনি?

১৭. অতঃপর আমি পরবর্তী লোকদেরও (ধ্বংসের পথে) পূর্ববর্তীদের সঙ্গী করে দেবো ।

১৮. (সকল যুগে) অপরাধী ব্যক্তিদের সাথে আমি এ (একই ধরনের ব্যবহারই করে থাকি।

১৯. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের ( জন্যে) যারা (সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে!

২০. আমি কি তোমাদের (এক ফোঁটা) তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

২১. অতঃপর সেই (তুচ্ছ পানির) ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি (সযত্নে রেখে দিয়েছি?

২২. (রেখে দিয়েছি) একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত,

২৩. তারপর তাকে পরিমাণমতো সব (কিছু দিয়ে আমি পূর্ণাংগ একটি মানুষ তৈরী) করতে সক্ষম হয়েছি, কতো সক্ষম (ও নিপুণ) স্রষ্টা আমি!

২৪. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা (সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে!

২৫. আমি কি ভূমিকে (প্রয়োজনীয় সামগ্রীসমূহের) ধারণকারী করে বানিয়ে রাখিনি?

২৬. জীবিত ব্যক্তিদের যেমনি (সে ধারণ করে আছে) তেমনি মৃত ব্যক্তিদেরও (সে নিজের ভেতরে ধরে রেখেছে),

২৭. আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং তোমাদের আমি সুপেয় পানি পান করিয়েছি।

২৮. দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে ।

২৯. (বিচারের পর বলা হবে,) এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে,

৩০. চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে তিনটি (ভয়ংকর) শাখা প্রশাখা,

৩১. এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়, এটা (তাকে) আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না;

৩২.(বরং) তা বৃহত্ প্রাসাদতুল্য আগুনের স্ফুলিংগ নিক্ষেপ করতে থাকবে,

৩৩. (মনে হবে) তা যেন হলুদ বর্ণের (কতিপয়) উটের পাল;

৩৪. দুর্ভোগ তাদের (জন্যে), যারা (একে) মিথ্যা প্রতিপন্ন করেছে।

৩৫. এ হচ্ছে সেই (মহাবিচারের) দিন, যেদিন কেউ কোনো কথা বলবে না,

৩৬. কাউকে সেদিন (গুনাহের পক্ষে) ওযর আপত্তি (কিংবা সাফাই ) পেশ করার অনুমতি দেয়া হবে না।

৩৭. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের ( জন্যে) যারা (এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে।

৩৮. র(সেদিন পাপীদের বলা হবে,) আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি (এখানে) একত্রিত করেছি।

৩৯. আজ যদি (আমার বিরুদ্ধে) তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো।

৪০. দুর্ভোগ তাদের (জন্যে), যারা (একে) মিথ্যা করেছে ।

৪১. (আল্লাহকে) যারা ভয় করেছে আজ তারা থাকবে (সুনিবিড় ছায়াতলে এবং (প্রবাহমান) ঝর্ণাধারার মাঝে,

৪২. তাদের জন্যে ফলফলারির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই পাবে;

৪৩. (তাদের বলা হবে, দুনিয়ায়) তোমরা যা করে এসেছো তার পুরস্কার হিসেবে (আজ) তোমরা তৃপ্তির সাথে (আমার নেয়ামত) খাও ও পান করো।

৪৪. অবশ্যই আমি সৎকর্মশীল মানুষদের এমনিভাবে পুরস্কার দিয়ে থাকি।

৪৫. সেদিন (যাবতীয়) দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে!

৪৬. (হে অবিশ্বাসীরা,) কিছুদিনের জন্যে তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদনও করে নাও, নিঃসন্দেহে তোমরা হচ্ছো অপরাধী!

৪৭. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের ( জন্যে) যারা (এসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে।

৪৮. এ যালেমদের অবস্থা হচ্ছে, এদের যখন বলা হয়, তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না।

৪৯. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের ( জন্যে), যারা (এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে!

৫০. (তুমিই বলো,) এরপর আর এমন কোন কথা আছে যার ওপর এরা ঈমান আনবে!



💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url