জনতার খোলা চিঠি, মুহিব খান




জনতার খোলা চিঠি

ইসলামী উম্মাহর জাগ্রত কবিআধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী গানটি। এই গানটি ইতিমধ্যে দেশ বিদেশে থাকা লাখ লাখ বাংলা ভাষাভাষি মুসলিম তরুণ-তরুণীর মনে জায়গা করে নিয়েছে। ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি সেরা গান হিসাবে তালিকায় স্থান করে নিয়েছে। জনতার খোলা চিঠি’ গানটি শ্রোতার মনে পরকাল আল্লাহর স্মরণকে জাগ্রত করে। আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।

 

`Jonotar Khula Chithi’ ‍Song Details:                 জনতার খোলা চিঠি গানের বিবরণঃ

Song Title : Jonotar Khula Chithi                      গানের শিরোনামঃ জনতার খোলা চিঠি
Lyric, Tune & Artist : Muhib Khan                            কথাসুর  শিল্পীঃ মুহিব খান
Record & Sound : Holy Tune Studio                              রেকর্ড  সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
Produced By Holy Media                                                 প্রডিউস্ডঃ হলি মিডিয়া
Album: Natun Ishtehar Ashse                                         এলবামঃ নতুন ইশতেহার আসছে

 

 

জাগ্রত কবিপ্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে নিচের গানগুলোতে ক্লিক করুন-

 

জিহাদ মানে সংগ্রাম                 আবার যুদ্ধ হবে                                   আমার দেশের সীমানা বন্ধু

কুরবানী কুরবানী                      মোরা মোহাম্মদের উম্মত                     আবার জেগে উঠো

তুলো তাকবির                         এসো নারী এসো স্বর্গের পথে                  তুলো তাকবির            

কেন-                                     কেন-                                                      ইঞ্চি ইঞ্চি মাটি

তুমি তো মুসলমান                   এক হও                                                চিনলি না রে মন তাহারে

জনতার খোলা চিঠি                  তাবলীগ তাবলীগ চলে                         মাদ্রাসায় পড়ে যে

তোরা মার্কিনী সেই পণ্য          দিন বদলের দিন এসেছে                      ইসলামী হুকুমাত

আমার বাংলাদেশ                    ভয় পেয়ো না বন্ধু আমার                    এক লাদেন বিন লাদেন

তৈরী হও                                  মাদ্রাসা জিন্দা রাখো                            হে যুবক তুমি

সবাই সবার

 

====================================================================

 

 

Song Lyrics: জনতার খোলা চিঠি

কথাসুর  শিল্পী: মুহিব খান

===========================

বাংলাদেশের ডান বাম যত রাজনীতিকের কাছে

আম জনতার কাছ থেকে এক খোলা চিঠি আসিয়াছে।

চিঠি আসিয়াছে... চিঠি আসিয়াছে...

জাতির দস্তখতে চিঠি আসিয়াছে...

 

খাম খোলা চিঠি কবির মারফতে...

চিঠির পাতায় মুক্ত ভাষায় জনতা লিখেছে কি?

আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পড়ে তা শুনাচ্ছি...

হুঁহুঁ হুঁহুঁ হুঁ. . . হুঁ. . . হুঁহুঁ হুঁহুঁ হুঁ. .

 

শুরু করিলাম আল্লাহর নামে তিনিই শক্তিমান

তিনি ক্ষমতায় বসান আবার তিনিই টেনে নামান।

আশেপাশে যত স্বার্থান্বেষী আছো হে রাজনীতিক!

সম্মুখে জানাই হাজার সালাম পেছনে জানাই ধিক !

সমুখে পিটাই হাত তালি আর পেছনে ছিটাই থুক !

আশা করি বেশ কুশলেই আছো

(কেড়ে আমাদের সুখ।) >৩বার

হুঁহুঁ হুঁ. . . হুঁহুঁ হুঁ

 

পরসমাচার এই আমরাতো ভাল নেই

তুষের আগুণে দেশ পুড়ছে।

পরাধীন জাতি আর পরাধীন দেশে শুধু

স্বাধীন পতাকাটুকু উড়ছে।

বহু রক্তের দামে গণতন্ত্রের নামে

জাতি পেল পরিবারতন্ত্র

দেরীতে হলেও আজ জেনে গেছে সারা জাতি

তোমাদের সব ষড়যন্ত্র।

ক্ষমতার মসনদে, শাসনের বড় পদে

চিরকাল থেকে যেতে চাচ্ছো..

একে অন্যের ভয়ে, পাগলা কুকুর হয়ে

জনতাকে শুধু কামড়াচ্ছো...

(এভাবে আর নয়, জনতার হবে জয়,

এভাবে এভাবে আর নয় নয় নয় নয়

জনতার হবে হবে জয়।)> ২বার

 

তোমাদের নেই লাজ তোমাদের প্রতি আজ

জনতা মোটেও নয় খুশি আর...

হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...

জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার

জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি

আমাকে করো না তাই দোষী আর।

উন্নয়নের নামে দুর্নীতি করে দেশ

তোমরাই লুটে পুটে খাচ্ছ।

জনতা কখনো আছে এর কাছে ওর কাছে

তোমরা সে সুবিধাটা পাচ্ছো।

দেশ স্বাধীনের পরে, এতটা বছর ধরে

তোমরা কি দিয়েছো দেশকে।

তোমরা তো ডুবে আছো ভারত, পাকিস্তান,

আমেরিকা, রাশিয়ার এশকে।

সন্ত্রাস, দুর্নীতি, চাদাবাজী, ভয়ভীতি

তোমরাই পেলে পুষে রাখছো

জাতিকে জিম্মি করে তোমরাই ঘুরেফিরে

সাদা কালো রং পাল্টাচ্ছো..

. .. .. .

(এভাবে আর নয়, জনতার হবে জয়।

এভাবে এভাবে আর

নয় নয় নয় নয়

জনতার হবে হবে জয়।)> ২বার

 

জনতার রোষানলে সবকিছু যাবে জ্বলে

চলবেনা কালো টাকা পেশী আর...

হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...

জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার

 

জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি

আমাকে করোনা তাই দোষী আর।

সম্ভাবনার দেশ তোমরা করেছো শেষ

ক্ষমতার হানাহানি দ্বন্দে..

তোমাদের গুণে নয়, আমরাতো বেঁচে আছি

নিজেরা নিজের ভালো মন্দে।

আমরা চাইনি বেশী, একটু সুখেই খুশী

একটু শান্তি সমৃদ্ধি।

কিছুই পারোনি দিতে, ভাষণ বিবৃতিতে

করেছ কেবল কাজ সিদ্ধি !

অভিনয় নয় আরো, এবার রাস্তা ছাড়ো

গুডবাই ডান আর বামরা।

জনতার পরিচয়ে নতুন শক্তি হয়ে

ক্ষমতা চালাবো আজ আমরা।

(এভাবে আর নয়, জনতার হবে জয়।

এভাবে এভাবে আর

নয় নয় নয় নয়

জনতার হবে হবে জয়।)> ২বার

 

জনতা যখন জাগে তখতে আগুন লাগে,

ক্ষমতা টেকেনা খুব বেশী আর...

হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...

জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার

জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি

আমাকে করোনা তাই দোষী আর।

হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...

জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার

 



সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও বেশি মানুষের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দিতে শেয়ার ও কমেন্ট করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url