মুহিব খানের সেরা গান, যদি আমার দেশের সীমানা/ Muhib Khan's Song Jodi Amar Desher Shimana With Song Lyrics






“যদি আমার দেশের সীমানা

ইসলামী উম্মাহর জাগ্রত কবি, আধুনিক যুগের মুসলমানদের জাতীয়

কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী গানটি। গানটি

ইতিমধ্যেই দেশ বিদেশে থাকা লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষি তরুণের

মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে।  ইউটিউবে শুনা ইসলামী

গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি অনেকের পছন্দের

তালিকায় স্থান করে নিয়েছে। “যদি আমার দেশের সীমানা বন্ধু গানটি শ্রোতার মনে

পরকালের ভাবনা ও ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে ও ঈমানকে জাগ্রত

করে।

আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।


যদি আমার দেশের সীমানাগানের বিবরণ

গানের শিরোনামঃ যদি আমার দেশের সীমানা
কথা, সুর ও শিল্পীঃ মুহিব খান
রেকর্ড সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
প্রডিউস্ডঃ হলি মিডিয়া
এলবামঃ আবার যুদ্ধ হবে



++++++++++++++++++++++++++++++++++

জাগ্রত কবি, প্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে

নিচে গানের শিরোনামগুলোতে ক্লিক করুন-

++++++++++++++++++++++++++++++++++


-------------------


জিহাদ মানে সংগ্রাম      ইঞ্চি ইঞ্চি মাটি     ভয় পেয়ো না বন্ধু     আবার যুদ্ধ হবে 

তুমি তো মুসলমান     এক লাদেন বিন লাদেন     আমার দেশের সীমানা     এক হও

তৈরী হও     কুরবানী কুরবানী      চিনলি না রে মন তাহারে     মাদ্রাসা জিন্দা রাখো

দাস্তানে মোহাম্মদ      জনতার খোলা চিঠি     হে যুবক তুমি      আবার জেগে উঠো

তাবলীগ তাবলীগ চলে     সবাই সবার     তুলো তাকবির      মাদ্রাসায় পড়ে যে

এসো নারী এসো স্বর্গের     তোরা মার্কিনী সেই পণ্য      দিন বদলের দিন এসেছে     কেন-

বাঙ্গালী মুসলমান     ইসলামী হুকুমাত       কেন-     আমার বাংলাদেশ    জঙ্গী নিয়ে ভঙ্গি করার


-------------------



গানের কথা (লিরিক্স) Song Lyrics:


যদি আমার দেশের সীমানা বন্ধু
মুছে দিতে কেউ চায়,
যদি আমার মাটির ধন-সম্পদ
লুটে নিতে কেউ চায়,
যদি আমার সাগরে আমার পাহাড়ে
ভেড়ায় লোভের চোখ,
আমি প্রতিবাদে জ্বলে উঠবোই
তবে যা হবার তাই হোক,
এই শান্ত সবুজ পতাকায় যদি
পড়ে শকুনের থাবা,
এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের
খেলে যদি কেউ দাবা,
কোটি মানুষের প্রাণের কুটিরে
আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে ......

আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে... ()



যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ
আমার দেশকে ঘিরে,
রেসকোর্সের তপ্ত ভাষণ
আবার আসবে ফিরে।
দুশমন যদি খর্গ চালায় নকল বন্ধু সেজে,
কালুরঘাটের দৃপ্ত ঘোষণা আবার উঠবে বেজে।
সেই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
আবার গর্জে উঠবে।
আর বাংলা মাটির সূর্যসেনারা
রাইফেল হাতে ছুটবে।
হোক নমস কিংবা নভোচর,
জাতি জীবন মরণ লড়াই করে মুক্ত রবে...
আবার যুদ্ধ হবে… আবার যুদ্ধ হবে
আবার যুদ্ধ হবে… আবার যুদ্ধ হবে...()

যদি ইটপাথরের দুর্গ দেয়াল
ভেঙ্গে ভেঙ্গে যায় পড়ে
শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলবো গড়ে
যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে,
সেই ভাঙ্গা কেল্লায় উড়াবো নিশান
আবার নতুন করে।
এই মুসলমানের অভয়ারন্যে
কাউকে দিবোনা ঢুকতে,
মোরা পাথরের নয় পাজরের বাঁধ
গড়বো তাদের রুখতে
কোন তাবেদার কোন গাদ্দার যদি
মীর জাফরের সেই কালোপথ মাড়ায় তবে....
আবার যুদ্ধ হবে...আবার যুদ্ধ হবে
আবার যুদ্ধ হবে...আবার যুদ্ধ হবে… ()


মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারী
কোন শৃঙ্খল , কোন অবরোধ
কোন হুমকি বা হুশিয়ারী
এই পৃথিবীর বুকে বন্ধু সবাইপ্রভু নয় কেউ কারো
দখল শোষণ উৎপীড়নের সব পাঁয়তারা ছাড়ো
মোদের ইতিহাস আছে সম্মান আছে,
না থাক বস্ত্র অন্ন
এই দেশের জন্য লড়েছি আমরা,
মরেছি ভাষার জন্য
যদি জলস্থল কিবা অন্তরিক্ষে কেউ
আমাদের বাঁধার শিকল পড়ায় তবে...
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...()


-------------------


মুহিব খানের সংক্ষিপ্ত জীবনীঃ মুহিব খান একজন  বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, কবি এবং লেখক যিনি এখন পর্যন্ত বাংলাদেশী সঙ্গীতপ্রেমীদের নজর কেড়েছেন। তিনি বাংলাদেশের একটি ইসলামী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান হলি মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশের এক নম্বর ইসলামিক গায়ক কবি।

জন্মঃ ১৯৭৯ সালের ১৪ অক্টোবর কিশোরগঞ্জে

বর্তমান অবস্থানঃ ঢাকা

পেশাঃ শিল্পী, গীতিকার কবি

 

মুহিব খানের শিক্ষা জীবনঃ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। এর আগে কওমী আলিয়া মাদ্রাসায় শিক্ষা জীবন শেষ করেছেন।

মুহিব খানের শিল্পী জীবনের শুরুঃ ২০০১ সাল থেকে তিনি ইসলামী গানের জগতে আসেন।বর্তমানে ইন্টারনেটে ইসলামী বাংলা গানের সবচেয়ে বেশি দর্শক শ্রোতা মুহিব খানের। ইসলামী বাংলা গানের সার্চের দিক দিয়েও তিনি সবার উপরে।ইঞ্চি ইঞ্চি মাটি মুক্তির পর তিনি সারা দেশে খ্যাতি পান, পরে তিনি অনেক গান প্রকাশ করেন এবং সবগুলোই সফল হয়, শ্রোতারা তাকেজাগ্রত কবি বলে ডাকেন।

 

মুহিব খানের প্রকাশিত এলবামঃ আবার যুদ্ধ হবে, দাস্তান--মুহাম্মাদ, ইশতেহার আসছে, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতান, সীমান্ত খুলে দাও, মরু সাহারা।

 

মুহিব খানের উপাধীঃ জাগ্রত কবি, মুসলিম উম্মাহর জাতীয় কবি।




|| ★★সমাপ্ত★★ ||

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ১২ মে, ২০২২ এ ৪:১৬ PM

    মাশাআল্লাহ, অসাধারণ লেখনী

  • নামহীন
    নামহীন ৩ মার্চ, ২০২৩ এ ৭:৩৪ AM

    হুম

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url