কেন, মুহিব খান/ Keno, Muhib Khan With Lyrics


কেন ? কেন? কেন? 

মুহিব খান 


”কেন”

ইসলামী উম্মাহর জাগ্রত কবিআধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী প্রতিবাদী গানটি।

 এই গানটি ইতিমধ্যে দেশ বিদেশে থাকা লাখ লাখ বাংলা ভাষাভাষি মুসলিম তরুণ-তরুণীর মনে জায়গা করে নিয়েছে। ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি সেরা গান হিসাবে তালিকায় স্থান করে নিয়েছে। কেন’ গানটি শ্রোতার মনে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধের মাতম তুলে  আল্লাহর স্মরণকে জাগ্রত করে। আশাকরিগানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।



`Keno ‍Song Details:                                       কেন গানের বিবরণঃ

Song Title : keno                                      গানের শিরোনামঃ কেন
Lyric, Tune & Artist : Muhib Khan            কথাসুর  শিল্পীঃ মুহিব খান
Record & Sound : Holy Tune Studio      রেকর্ড  সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
Produced By Holy Media                         প্রডিউস্ডঃ হলি মিডিয়া
Album: Ye Mari watan                               এলবামঃ ইয়ে মেরি ওয়াতান

 



 

জাগ্রত কবিপ্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে নিচের গানগুলোতে ক্লিক করুন-

 

জিহাদ মানে সংগ্রাম            আবার যুদ্ধ হবে                   আমার দেশের সীমানা বন্ধু

কুরবানী কুরবানী                  দাস্তানে মোহাম্মদ          আবার জেগে উঠো

তুলো তাকবির                      এসো নারী এসো স্বর্গের         বাঙ্গালী মুসলমান            

কেন-                                    কেন-                                   ইঞ্চি ইঞ্চি মাটি

তুমি তো মুসলমান               এক হও                                  চিনলি না রে মন তাহারে

জনতার খোলা চিঠি             তাবলীগ তাবলীগ চলে        মাদ্রাসায় পড়ে যে

তোরা মার্কিনী সেই পণ্য      দিন বদলের দিন এসেছে     ইসলামী হুকুমাত

আমার বাংলাদেশ                ভয় পেয়ো না বন্ধু আমার   এক লাদেন বিন লাদেন

তৈরী হও                                মাদ্রাসা জিন্দা রাখো            হে যুবক তুমি

সবাই সবার


Song Lyrics: কেন

কথাসুর  শিল্পী: মুহিব খান
===========================


কেন কেন কেন কেন কেন

কেন কেন.........................

কেন কেন কেন কেন কেন কেন কেন

কেন কেন............................

কেন নারী নেত্রীর কাজের

মেয়েটি হচ্ছে নির্যাতিতা ?

কেন অচিকিৎসায় ধুকে মরে

ডাক্তার পুত্রের পিতা ?

কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক

বেতন পায়না তার ?

কেন ছয়-চার মেরে লাখ টাকা

পায় সামান্য খেলোয়ার ?

কেন দুমাস যেতেই মহাসড়কের

আস্তর যায় ফেটে ?

কেন মিছে মামলার ফাদে বেকুসুর

মরবে হাজত খেটে ?

কেন রাজার ছেলেই রাজা হয়ে

যায় পীরের ছেলেই পীর ?

কেন স্বার্থান্বেষী এনজিওগুলো

এদেশেই করে ভিড় ?

কেন বিদেশী প্রভুর ইঙ্গিতে চলে

এদেশের সরকার ?

কেন দাদারা গোপনে ওপারে

পাঠায় এপারের রোজগার ?

কেন কৃষকের ছেলে মন্ত্রি হয়েই

বানাবে অট্টালিকা ?

আমার দেশের ঈমাম নিয়োগ

দেবে কেন আমেরিকা ?

কেন কেন কেন কেন কেন কেন

কেন কেন কেন কেন

............................

কেন মসজিদ কমিটির সভাপতি

ঘুষখোর-বেনামাজী ?

কেন এলাকার ত্রাস খুনি-লম্পট

টাকার গরমে হাজী ?

কেন মিছে নবুয়ত দাবিদারদের

মুসলিম হবে বলা ?

কেন ভিআইপিদের বহর থামাবে

জনতার পথচলা ?

কেন মহাপন্ডিত রাজনৈতিকরা

পায়না ঘরের ভোট ?

আবার সাড়ে দশজন নেতা মিলে

হয় এগারো দলের জোট ?

কেন নাস্তিক-জোচ্চরদের ঘরে

মদের আড্ডা বসে ?

কেন কলকাতা গিয়ে ইহাদের

গালে তসলিমা চড় কষে ?

কেন ধর্মের সাথে গাদ্দরী করে

মুরতাদ পায় ছাড় ?

কেন টকশোতে চলে জ্ঞান

পাপীদের চলে অবাধ মিথ্যাচার ?

কেন জোরপূর্বক স্বীকারোক্তির

জন্য অত্যাচার ?

কেন সুদি মহাজন শান্তিতে

পাবে নোবেল পুরস্কার ?

কেন কেন কেন কেন কেন কেন

কেন কেন কেন কেন

............................

কেন বাংলা ভাষার দিনটিকে

বলি একুশ ইংরেজীতে ?

কেন শিল্পের নামে মন্দ চর্চা

চলছে এফডিসিতে ?

কেন মিনার-মাজার সৌধ বৃথাই

দিবসের ফুল গোজা ?

কেন চেতনার নামে মানবমুর্তি-

ভার্স্কযের পুজা ?

কেন বৃটিশ আইনে করছে বিচার

বাংলাদেশের কাজী ?

আবার পাবলিক প্রেসে কেউবা

করছে অযথাই বোমাবাজী ?

কেন বাংলাদেশের স্থপতী হবেন

বাঙ্গালী জাতীর পিতা ?

কেন সংখ্যা বাড়িয়ে বলতেই

হবে ত্রিশ লক্ষ বৃথা ?

কেন জাতীয়তা নিয়ে চলে

বিতর্ক বাঙ্গালী-

বাংলাদেশী ?

কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায়

সীমানার প্রতিবেশী ?

কেন বাংলাদেশের জাতীয় কবি

থাকতে মুসলমান,

কেন রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায়

অন্য কবির গান ?

কেন কেন কেন কেন কেন কেন

কেন কেন কেন কেন

............................

কেন ডিস কালচার উপহার দেবে

অসভ্য এক জাতি ?

কেন বিদ্যার ব্যাগ হাটুতে

ঝুলিয়ে ছাত্ররা মারে লাথি ?

কেন মদীনা, ছকীনা-করিমার

গায়ে কারিনা কাপুর জামা ?

কেন রিত্তিক সেজে রফিক

বাধায় অযথাই হাঙ্গামা ?

কেন সুন্দরী প্রতিযোগীতার

নামে নারীকে পন্য কারা ?

কেন ফ্যাশানের নামে উগ্র

নারীর উদ্ভট নড়াচরা ?

কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের

বাড়তি তেলেসমাত ?

কেন পত্রিকা জুড়ে ফালতু মডেল

নায়িকার উৎপাত ?

কেন বৈশাখ এলেই পাঞ্জাবী আর

ইলিশ-পান্তাভাত ?

আবার নারী-মদ নিয়ে কাটে

ইংরেজী নববর্ষের রাত ?

যদি মর্ডান যুগে তাসবি খতম

তাবিজ-কবজ বাদ,

কেন মঙ্গলপ্রদীপ,তিলক-ঢোলক-

রাখীর আর্শিবাদ ?

কেন কেন কেন কেন কেন কেন

কেন কেন কেন কেন

............................

যে প্রজাতন্ত্রে মুসলিম হল

নব্বইভাগ প্রজা,

সেকুলার বলে পরিচয় দিতে

লাগে কেন এত মজা ?

যদি ধর্মের সাথে আধুনিকতার

এতটাই সংঘাত,

কেন থিয়েটার উদ্বোধনের আগে

কোরআনের তিলোওয়াত ?

কেন ভার্সিটি আর

কলেজগুলোতে অস্ত্রগুদাম রেখে,

সরকার কাঁপে মাদ্রাসা পড়া

মাওলানাদের দেখে ?

কেন মৌলবাদের অপবাদ সয়ে

বাচঁবে মুসলমান ?

কেন সন্ত্রাস নামে অভিহিত হবে

জিহাদের আহ্বান ?

যদি এদেশেই চলে পুজিঁবাদ আর

কমিউনিজম প্রীতি,

তবে তাহাদের কেন এত বিষ

লাগে ধর্মীয় রাজনীতি ?

যদি এদেশেই মেটে দিল্লি-

মস্কো-ওয়াশিংটনের স্বাদ,

তবে মক্কার জ্যোতি মুহাম্মদের

ইসলাম কেন বাদ ?

কেন কেন কেন কেন কেন কেন

কেন কেন কেন

কেন............................

 

★★সমাপ্ত★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রমলক্ষ্য  উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে HomePage  ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ১১ আগস্ট, ২০২২ এ ২:৩১ PM

    জাগ্রত কবির যত সঙ্গিত শুনি, ততই ইমান জাগে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url