মাদ্রাসায় পড়ে যে. মুহিব খান/ Madrasay Pore je, Muhib Khan






“মাদ্রাসায় পড়ে যে

ইসলামী উম্মাহর জাগ্রত কবি, আধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী গানটি। গানটি ইতিমধ্যেই দেশ বিদেশে থাকা লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষি তরুণের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে।  ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি অনেকের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। “মাদ্রাসায় পড়ে যে গানটি শ্রোতার মনে পরকালের ভাবনা ও ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে ও ঈমানকে জাগ্রত করে।

আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।


 `Madrasay Pore Je’ Song Details:

 Song Title : 

Madrasay Pore je       
Lyric, Tune & Artist : Muhib Khan 
Record & Sound : Holy Tune Studio
Produced By Holy Media     
Album: Abar Juddho Hobe 

মাদ্রাসায় পড়ে যে’ গানের বিবরণ

গানের শিরোনামঃ 
মাদ্রাসায় পড়ে যে কথাসুর  শিল্পীঃ মুহিব খান
রেকর্ড  সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
প্রডিউস্ডঃ হলি মিডিয়া
এলবামঃ আবার যুদ্ধ হবে

 


++++++++++++++++++++++++++++++++++

জাগ্রত কবি, প্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে

নিচে গানের শিরোনামগুলোতে ক্লিক করুন-

++++++++++++++++++++++++++++++++++



 

জিহাদ মানে সংগ্রাম 

আবার যুদ্ধ হবে 

আমার দেশের সীমানা 

কুরবানী কুরবানী  

দাস্তানে মোহাম্মদ    

আবার জেগে উঠো

তুলো তাকবির  

এসো নারী এসো স্বর্গের

বাঙ্গালী মুসলমান

কেন-

কেন-

ইঞ্চি ইঞ্চি মাটি

তুমি তো মুসলমান

এক হও

চিনলি না রে মন তাহারে

জনতার খোলা চিঠি

তাবলীগ তাবলীগ চলে

মাদ্রাসায় পড়ে যে

তোরা মার্কিনী সেই পণ্য 

দিন বদলের দিন এসেছে

ইসলামী হুকুমাত

আমার বাংলাদেশ            

ভয় পেয়ো না বন্ধু

এক লাদেন বিন লাদে

তৈরী হও

মাদ্রাসা জিন্দা রাখো 

হে যুবক তুমি

সবাই সবার

 

 



Song Lyrics: মাদ্রাসায় পড়ে যে

কথাসুর  শিল্পীমুহিব খান



মাদ্রাসা পড়ে যে, কিবা স্কুল কলেজে
কিবা ভার্সিটির ষ্টুডেন্ট,
পাগড়ী জুব্বা ধরে, স্যুট কোট টাই পড়ে,
পাঞ্জাবী কিবা শার্ট-প্যান্ট,
কেউবা আওয়ামীলীগ,বিএনপি, তাবলিগ,
জামাত বা আর কোন দল,
কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল,
কেউ থামে কেউ বলে চল,
যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি,
ভিন্ন মতের সংঘাত......
{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
 

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)
কেউ পথে, কেউ ঘরে, কেউ পড়ে, কেউ লড়ে,
কেউ খেলে, কেউ লিখে যায়,
কেউ করে প্রেমপ্রীতি, কেউ ধরে সংস্কৃতি,
কেউ মাঠে,কেউ মিডিয়ায়,
কেউ মুখে দাড়ী রাখে, কেউ ক্লিনসেইভ থাকে,
কেউ করে ভুল, কেউ ঠিক,
কেউ শুনে, কেউ মানে, কাউকে বা যম টানে,
কেউ ভীতু, কেউ নির্ভীক,
সত্যকে কেউ খুঁজে, কেউ সহজেই বুঝে,
কেউ করে বেশী উৎপাত.....
{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
 

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)
কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ,
সাদা কালো ধনী অসহায়,
আদর্শবান কেউ, আল্ট্রামডার্ন কেউ,
ভেসে চলে যুগের হাওয়ায়,
কেউ পরহেজগার, কেউবা গুনাহগার,
কেউ ভালো-মন্দের সন্ধি,
কেউ সত্যের কাছে, কেউবা এখনো আছে
বিজাতীর চেতনায় বন্দি,
এক সাথে চলো সবে, ঐক্যের অনুভবে,
ভুলে সব শ্রেনী-জাতপাত.......
{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
 

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)
কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী,
বুকে পিঠে চে'র ছাপ চিত্র ;
কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন,
কেউবা ম্যারাডোনার মিত্র।
কারো বা নেপলিয়ন, আইনষ্টাইন,ডারউইন,
গোর্কি, মার্কটোয়েন, নিউটন;
কারো বা সক্রেটিস- এরিস্টটল, কারো লেলিন, স্টালিন কিবা নিক্সন।
কারো বা শেক্সপিয়ার, কিবা কারো নজরুল,
কিবা কারো রবীন্দ্রনাথ........
{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
 

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)
বুদ্ধিটা কারো পাকা, কারো সোজা কারো বাকা,
কেউ তর্কের পথে চলছে।
কেউ সত্যের পথে, মিথ্যার কেউ রথে,
কেউবা শেখানো বুলি বলছে।
কারো চোখ কুরআনে, কেউ ইয়ারফোন কানে,
সারাদিন বকবক শুনছে।
কেউ মসজিদে চলে, কেউবা সিনেমা হলে,
কেউ মরনের দিন গুনছে।
যে কথাই যে বলুক, যে পথেই যে চলুক, এক
পরিচয় সব কাধ।
{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
 

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)
মত - পথ - পরিচয়, হয়তোবা এক নয়,
যার বুকে আছে ইসলাম।
ঐক্যের অনুভবে, তাকেই করতে হবে,
সত্যের পথে সংগ্রাম।
এর ওর মতবাদ, আজ থেকে সব বাদ,
নামাজটা পড়ো দৈনিক।
বুকে ধরো কুরআন, আমরা মুসলমান,
মুহাম্মাদের সৈনিক।
ইথারে ইথারে আজ, ছড়াও এই আওয়াজ,
দিকে দিকে দাও সংবাদ.........
{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
 

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)
মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মাদ,
বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মাদ।
শান্তি সাম্য আর সম্পৃতি কাকে বলে শেখালেন যে মুহাম্মাদ,
বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মাদ।
সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ যে মুহাম্মাদ,
যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর, সৈনিক যে মুহাম্মাদ।
মাটির কুটিরে বসে পরাশক্তির ভীত নাড়ালেন যে মুহাম্মাদ,
ক্ষুধার্থ সম্বলহীন সাথীদের নিয়ে দাড়ালেন যে মুহাম্মাদ।
বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব,
অবাক তাকিয়ে দেখে বিশ্ব,
তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়,
আমরা সেই নেতার শিষ্য।
 

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।
সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)



|| ★★সমাপ্ত★★ ||

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url