জঙ্গী নিয়ে ভঙ্গি করার, মুহিব খান/ Jongi Niye Vongi Korar, Muhib Khan With Lyrics





জঙ্গী নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ

ইসলামী উম্মাহর জাগ্রত কবিআধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী দেশাত্ববোধক গানটি। গানটি ইতিমধ্যেই দেশ বিদেশে থাকা লক্ষ লক্ষ বাংলা ভাষা ভাষি তরুণের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি অনেকের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। জঙ্গী নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষগানটি শ্রোতার মনে দেশ প্রেমের এক স্বর্গীয় অনুভূতির জন্ম দেয় এবং ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে ও ঈমানকে জাগ্রত করে। 

আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।

 

`Jongi’ Song Details:

জঙ্গীগানের বিবরণ

 

Song Title : “Jongi”

Lyric, Tune & Artist : Muhib Khan 
Record & Sound : Holy Tune Studio

Produced By Holy Media     

Album: ----------------- 

গানের শিরোনামঃ “জঙ্গী”

কথাসুর  শিল্পীঃ মুহিব খান

রেকর্ড  সাউন্ডঃ হলি টিউন স্টুডিও

প্রডিউস্ডঃ হলি মিডিয়া

এলবামঃ -------------

 

 

++++++++++++++++++++++++++

 

জাগ্রত কবি, প্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে

নিচে গানের শিরোনামগুলোতে ক্লিক করুন-

 

+++++++++++++++++++++++++++

 

জিহাদ মানে সংগ্রাম ……. আবার যুদ্ধ হবে ……. আমার দেশের সীমানা

কুরবানী কুরবানী …… দাস্তানে মোহাম্মদ ……. আবার জেগে উঠো

ইঞ্চি ইঞ্চি মাটি ……. তুমি তো মুসলমান ……. এক হও …… তৈরী হও

চিনলি না রে মন তাহারে …… জনতার খোলা চিঠি ……. তাবলীগ তাবলীগ চলে

জিহাদ মানে সংগ্রাম ……. আবার যুদ্ধ হবে ……. আমার দেশের সীমানা

ভয় পেয়ো না বন্ধু …… এক লাদেন বিন লাদেন …. মাদ্রাসা জিন্দা রাখো

মাদ্রাসায় পড়ে যে ……. তোরা মার্কিনী সেই পণ্য ……. হে যুবক তুমি

সবাই সবার ……. দিন বদলের দিন এসেছে ……. ইসলামী হুকুমাত

আমার বাংলাদেশ ……. তুলো তাকবির ……. এসো নারী এসো স্বর্গের

আমি বাঙ্গালী মুসলমান ……. কেন- ……. কেন- …… জঙ্গী….

 

 

 

 

Song Lyrics: জঙ্গী

জঙ্গী নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ

কথাসুর  শিল্পীমুহিব খান

 

 

 

জঙ্গী নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ

সত্যিকারের জঙ্গী কোথায় দেখছে বাংলাদেশ।।

আরে ও দেশের মানুষ হইছেনি হুশ পাইছোনি ভাই টের

জঙ্গী বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের।।

মাদ্রাসাতেই জঙ্গী থাকে এই কথা ঠিক নয়

কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গী এখন হয়।।

জঙ্গী জুজুর ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে

একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে।।

জঙ্গী মারো জঙ্গী ধরো জঙ্গী পুড়ো জেলে

নিজের ঘরেই খুইজা দেখো জঙ্গী তোমার ছেলে।

ভুল ঠিকানায় জঙ্গী খোজে ভাবতে হবে পরে

সত্যিকারের জঙ্গী দিয়ে দেশটা যাবে ভরে।

 

চায় তো ওরা জঙ্গী নামে মাদ্রাসা হোক শেষ

মাদ্রাসাকে জঙ্গীবাদের কারখানা কয় যারা

সব কটা লাথ্থি মেরে দেশ থেকে আজ তাড়া।

বলছে যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা

জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা।

চায় তো ওরা জঙ্গী নামে মাদ্রাসা হোক শেষ

নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ।।

ভাবতো ওরা দীন ঈমানের দূর্গ ভেঙ্গে যাক

হয় না যেন সত্য নিয়েও আন্দোলনের ডাক।

ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে

নতুন করে হানব আঘাত একটু সুযোগ পেলে।।

জঙ্গী মারো জঙ্গী ধরো জঙ্গী পুড়ো জেলে

নিজের ঘরেই খুইজা দেখো জঙ্গী তোমার ছেলে।

ভুল ঠিকানায় জঙ্গী খোজে ভাবতে হবে পরে

সত্যিকারের জঙ্গী দিয়ে দেশটা যাবে ভরে।।

 

এখন ওরা গাও গেরামের মাদ্রাসাতে ঢুকে

জঙ্গীবাদের গন্ধ শুঁকে অবুঝ শিশুর মুখে।

বলতো ওরা এই মাদ্রাসা সব রাস্ট্র থেকে দূরে

এখন আবার সনদ নিয়েও কলজে ওদের ‍পুড়ে।

ওদের কথায় কান দিও না জঙ্গী ওদের টোপ

জঙ্গীবাদের ধুম্রজালে ঝোক বুঝে দেয় কোপ।

জঙ্গী জরে বিশ্ব কাপে নেই আমাদের ভয়

আমরা জানি জঙ্গী কারা কোন কারণে হয়।

জঙ্গী রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে

কাজ হবে বেশ রাস্ট্র নিয়ে দিনের পথে এলে।

জঙ্গী মারো জঙ্গী ধরো জঙ্গী পুড়ো জেলে

নিজের ঘরেই খুইজা দেখো জঙ্গী তোমার ছেলে।

ভুল ঠিকানায় জঙ্গী খোজে ভাবতে হবে পরে

সত্যিকারের জঙ্গী দিয়ে দেশটা যাবে ভরে।।

 

মুসলমানের রাস্ট্রে যদি ইসলামী আইন চলে

জঙ্গীরা আর পার পাবে না ধর্ম গেল বলে।

দীন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয়

জিহাদ নামে জঙ্গীবাদে থাকবে না আর ভয়।

এর সমাধান করতে পারে রাস্ট্র বা সরকার

মুসলমানের দেশ বাঁচাতে ইসলামই দরকার।

পাখির খাঁচায় মাছ বাঁচে না মাছের পানি চাই

ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই।
জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় চিল শকুনে গেলে

দেশটাকে তাই জমে খাঁচায় আর দিও না ঠেলে।

জঙ্গী মারো জঙ্গী ধরো জঙ্গী পুড়ো জেলে

নিজের ঘরেই খুইজা দেখো জঙ্গী তোমার ছেলে।

ভুল ঠিকানায় জঙ্গী খোজে ভাবতে হবে পরে

সত্যিকারের জঙ্গী দিয়ে দেশটা যাবে ভরে।।

 

 

★★সমাপ্ত★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রমলক্ষ্য  উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে HomePage  ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url